সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টাইন কমানোর চেষ্টা করছে বিসিবি

422

নয়াদিল্লি, ৮ মে ২০২১ (বাসস) : অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিতের পর সম্প্রতি ভারত থেকে আসা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টাইন পর্ব কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি কোয়ারেন্টাইন পর্ব কমানোর। আমাদের প্রাথমিক পরিকল্পনাটি ছিল শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা খেলোয়াড়দের অনুশীলনে নামানো। আমরা তাদের বিষয়ে সবুজ সংকেত পেয়েছি।’
বাংলাদেশ সরকারের নির্দেশ অনুসারে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে আগতদের কঠোরভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যান্য দেশের তুলনায় এসব দেশের কোভিড-১৯এর ধরন ভিন্ন ধরনের হওয়ায়, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ভারত থেকে ৬ মে চার্টার্ড ফ্লাইটে আহমেদাবাদ থেকে ঢাকায় পা রাখার পর গুলশানে শেরাটনের ফোর পয়েন্ট হোটেলে সাকিব এবং স্ত্রীসহ হোটেল সোনারগাঁওতে কোয়ারেন্টাইনে আছেন মুস্তাফিজুর রহমান।
আগামী ২০ শে মে শেষ হবে সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টাইন এবং ২৩ শে মে থেকে শুরু হবে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে সিরিজটি সামনে রেখে তাদেরকে অনুশীলনের সুযোগ দিতে বিশেষ অনুমতি নেয়ার চেষ্টা করছে বিসিবি।
প্রধান নির্বাহি আরও বলেন, ‘খেলোয়াড়দের জন্য একটি বিশেষ প্রোটোকল রয়েছে এবং প্রোটোকলটি সাধারণ যাত্রীদের যেমন, তেমন নয়। যারা সাধারণ যাত্রী তারা করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে চড়েছেন এবং দেশে নামার পরে সরকার নির্ধারিত প্রোটোকলটি তাদের মানতে হচ্ছে। তারা কোনও পরীক্ষা করতো না। তবে খেলাধুলার ক্ষেত্রে যারা আছেন, তাদের অন্যান্য প্রোটোকল বজায় রাখতে হচ্ছে। একটি নির্দিষ্ট সময় পর তাদের পরীক্ষা করতে হয় এবং তাদের বারবার পরীক্ষা করা হয়। পরীক্ষায় নেগেটিভ হবার পর তারা যে কোনও কিছুতেই অংশ নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘আপনি জানেন যে নিউজিল্যান্ড এখন কোভিড-১৯ মুক্ত এবং সেখানে কোনও দর্শনার্থীর অনুমতি নেই। তবে সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছিলো বাংলাদেশ। সেখানে বিশেষ প্রোটোকল রয়েছে। তবে এখন কিছু সমস্যা আছে, তবে আমরা আশাবাদী যে আমরা এটি হ্রাস করতে পারবো।’
দেশে আসার পর নমুনা দিয়েছিলেন সাকিব ও মুস্তাফিজ। সাকিবের ফলাফল নেতিবাচক আসলেও, মুস্তাফিজুরের কোভিড-১৯ ফলাফল আগামীকাল পাওয়া যাবে। কোয়ারেন্টাইন সময়ে আরও একবার কোভিড-১৯ পরীক্ষাটি দিতে হবে তাদের।
চৌধুরি বলেন, ‘ আমরা তাদের বিষয়টি নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। শ্রীলংকা থেকে যারা এসেছিল তারা এই মুহুর্তে আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে। কারণ তারা জাতীয় দলের বাকি খেলোয়াড়দের সাথে যোগ দিবে। তবে যারা ভারত থেকে আসছেন, তাদের কাছে প্রোটোকল আলাদা। তবে আমরা তাদের বিষয় নিয়েও কাজ করছি এবং আশা করি আমরা ইতিবাচক সাড়া পাবো।’