বাসস ক্রীড়া-৬ : সাকিবের সতীর্থ সেইফার্ট করোনায় আক্রান্ত

77

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট- সেইফার্ট
সাকিবের সতীর্থ সেইফার্ট করোনায় আক্রান্ত
নয়া দিল্লি, ৮ মে ২০২১ (বাসস) : করোনায় আক্রান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের নিউজিল্যান্ডের খেলোয়াড় টিম সেইফার্ট।
করোনায় আক্রান্ত হওয়ায় আহমেদাবাদে আইসোলেশনে আছেন সেইফার্ট। পরে তাকে চেন্নাইয়ের প্রাইভেট হাসপাতালে নেয়া হবে। সুস্থ হবার পরই দেশে ফেরার ছাড়পত্র পাবেন তিনি।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘ভারত ছাড়ার আগে দুই দফা পিসিআই পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে সেইফার্টের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা সেইফার্টকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। চিকিৎসা চলাকালীন করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই নিউজিল্যান্ড যেতে পারবেন তিনি।’
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ডেভিড ওয়াইট বলেন, ‘চেন্নাইয়ে সেরা চিকিৎসাই পাবেন সেইফার্ট। তার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা।’
এর আগে সর্বপ্রথম কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রে শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর বিভিন্ন দলের ক্রিকেটাররা করোনা সংক্রমিত হতে থাকেন।
কলকাতার তৃতীয় খেলোয়াড় হিসেবে আইপিএলে করোনায় আক্রান্ত হলেন সেইফার্ট।
ইতোমধ্যে বাংলাদেশের সাকিব আল হাসানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বাসস/এএমটি/১৭৫০/স্বব