বাসস ক্রীড়া-৭ : ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার পক্ষে কামিন্স

84

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-কামিন্স
ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার পক্ষে কামিন্স
নয়া দিল্লি, ৮ মে ২০২১ (বাসস) : এ বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ছয় মাস আগেই ঐ টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারন সদ্যই করোনাভাইরাসের কারনে মাঝপথেই স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এতে ক্রিকেট মহলে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই বলছেন, ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সড়িয়ে নিতে। সেই দলে নাম লেখালেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
তার মতে, ভারতে করোনার যা পরিস্থিতি কাকে এখান থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়াই ভালো।
কামিন্স বলেন, ‘যদি এটি খেলোয়াড়দের জন্য সুরক্ষিত না হয় বা এটি নিরাপদ না হয়, তবে আমি মনে করি, ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কোন প্রয়োজন নেই। এটা ঠিক, খুব তাড়াতাড়ি টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলা হচ্ছে। কারন এখনো ছয় মাস বাকি রয়েছে। করোনা পরিস্থিতির পুরোপুরি নিয়ন্ত্রনে না এলে, বিশ্বকাপ আয়োজন কঠিন হয়ে পড়বে। তবে সবকিছু নিয়ে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ।’
করোনার কারনে আইপিএলের গত আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিলো। কোন ঝামেলা ছাড়াই হয়েছিলো আসরটি। এদিকে, স্থগিত হয়ে পড়া চতুর্থদশ আসরের বাকী অংশ আয়োজনে আগ্রহ দেখিয়েছে মরুর দেশটি। কামিন্সও চান, আইপিএলের বাকী অংশ মরুরদেশে অনুষ্ঠিত হোক। তিনি বলেন, ‘গত বছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলের আসরটি সফল ছিল, এটি সত্যিই ভালভাবে পরিচালিত হয়েছিলো। ঐ স্মৃতিকে মনে করলে, এবারের আসরের বাকী অংশও সেখানে সম্পন্ন হতে পারে। আমিও চাই, তাই হোক, সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আইপিএল মুরুর দেশে অনুষ্ঠিত হোক।’
করোনার ভয়াবহ থাবায় মাঝপথেই স্থগিত হয় আইপিএলের চতুর্থদশ আসর। টুর্নামেন্টের ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি।
বাসস/এএমটি/১৭৫৫/স্বব