বাসস দেশ-২২ : নাটোরে ধর্মীয় নেতাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

115

বাসস দেশ-২২
মানবিক সহায়তা
নাটোরে ধর্মীয় নেতাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা
নাটোর, ৮ মে, ২০২১ (বাসস) : করোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোর সদর উপজেলার দুর্গত ও অসচ্ছল আড়াইশ’ ধর্মীয় নেতাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের হাতে এ সহায়তা হস্তান্তর করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের (নাটোর ও নওগাঁ) সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর পৌরসভার চেয়ারম্যান উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে দেশ দীর্ঘসময় ধরে ক্রান্তিকাল অতিক্রম করছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রত্যেক পেশার সংকটকে বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতার হাত অব্যাহত রেখেছেন। আশাকরি, তাঁর দূরদর্শী নেতৃত্বে করোনার ক্রান্তিকাল অতিক্রম করে যেতে পারবো।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫২৫/-নূসী