ভোলায় ভিজিএফ’র অর্থ বিতরণ শুরু

166

ভোলা, ৮ মে, ২০২১ (বাসস) : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার উপজেলা সদরে আজ ৩০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগত অর্থ বিতরণ শুরু করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ চত্তরে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মিজানুর রহমান। প্রথম দিন এ ইউনিয়নে ৩ হাজার ৪৫৭ জনকে জনপ্রতি ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, সদরের ৩০ হাজার ভিজিএফ’র কার্ডারীর মাঝে আজ থেকে ৪৫০ টাকা করে বিতরণ শুরু করা হলো। ঈদের আগেই প্রত্যেক ইউনিয়নে সরকারের এসব অর্থ বিতরণ সম্পন্ন হবে। এছাড়া সদরের ১৩টি ইউনিয়নে ৫’শ জন দুস্থ ও দরিদ্রদের মধ্যে জনপ্রতি ৫’শ টাকা করে বিতরণ কাজও শুরু করা হবে।
অনুষ্ঠানে সদরের সহকারী কমিশনার (ভুমি) মো: আবি আব্দুল্লাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: হাসনাইন আহমেদ, প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমানসহ ইউপি মেম্বার ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।