দেবীদ্বারে পরিবহনে চালকদের পরিচিত কার্ড বিতরণ

172

কুমিল্লা (দক্ষিণ), ৮ মে, ২০২১ (বাসস) : জেলার দেবীদ্বারে সিএনজি পরিবহনে যাত্রী নিরাপত্তায় আজ শনিবার সকাল ১০টায় কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজিত পরিবহনে চালকদের পরিচিতি কার্ড সংযুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে দেবীদ্বার ট্রাফিক জোন এর উদ্যোগে পরিচিতি কার্ড সিএনজি চালকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, দেবীদ্বার-বি-পাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমিরুল্লাহ্, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, দেবীদ্বার ট্রাফিক জোন এর পরিদর্শক সালেহ আহম্মেদ প্রমুখ।
দেবীদ্বার-বি-পাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমিরুল্লাহ বাসসকে বলেন, ঈদকে সামনে রেখে চুরি-ছিনতাই রোধে এ চালক পরিচিতি কার্ড সবচেয়ে বেশি কাজে দিবে। যাত্রীরা যদি সিএনজি অটোরিকশা বা ইজিবাইকে চলাচলের সময় চালক ও পরিবহনের পরিচয় জেনে রাখতে পারে, তাহলে কোন বিপদ হলেও অপরাধীরা পার পাবে না। অপরাধী শনাক্ত ও শাস্তির আওতায় আনা সহজ হবে। আশা করছি এতে করে পরিবহনে অপরাধ কমে আসবে। পরে দেবীদ্বারে চলাচলকারী শতাধিক সিএনজি অটোরিকশায় সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। যাতে চালকের নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রসহ সকল তথ্য সংযুক্ত থাকবে।