ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ১৮৭ জনের মৃত্যুর নতুন রেকর্ড, আক্রান্ত ৪ লাখ ১ হাজার ৭৮ জন

308

নয়াদিল্লী, ৮ মে, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৮৭ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ৪ লাখ ১ হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছে। এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে দাঁড়ালো।
এদিকে ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জনে দাাঁড়য়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বর্তমানে দেশটি সক্রিয় রোগির সংখ্যা বেড়ে মোট ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১৭.০১ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮১.৯০ শতাংশে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৬০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.০৯ শতাংশ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানায়, ভারতে এ বছরের ৪ মে করোনাভাইরাসে আক্রান্তের ২ কোটির মাইলফলক অতিক্রম করে। তারা আরো জানায়, দেশটিতে ৭ মে পর্যন্ত মোট ৩০ কোটি ৮ লাখ ১০ হাজার ৪৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কেবলমাত্র শুক্রবার দেশটিতে ১৮ লাখ ৮ হাজার ৩৪৪ জনের এ ভাইরাস পরীক্ষা করা হয়।