বাসস বিদেশ-৩ : জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্তরে সংঘর্ষ : ৫৫ জন আহত

107

বাসস বিদেশ-৩
ইসরাইল-সংঘাত-ফিলিস্তিন
জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্তরে সংঘর্ষ : ৫৫ জন আহত
জেরুজালেম, ৮ মে, ২০২১ (বাসস ডেস্ক) : জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্ত্বরে শুক্রবার ছড়িয়ে পড়া সহিংসতায় কমপক্ষে ৪৯ ফিলিস্তিনি নাগরিক ও ইসরাইলের ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ও ইসরাইলি পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
রেড ক্রিসেন্ট জানায়, ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ চত্ত্বরে ছড়িয়ে পড়া বিরল এ সংঘর্ষে আহতদের চিকিৎসা সেবা দিতে তারা একটি উম্মুক্ত মাঠে হাসপাতাল শিবির স্থাপন করেছে।
উল্লেখ্য, ইহুদিদের কাছেও স্থানটি অনেক পবিত্র।
বাসস/এমএজেড/১১৫৮/জেহক