নড়াইল পৌরসভার ৪ হাজার ৬শত ২১ জন দুস্থকে নগদ অর্থ বিতরণ

215

নড়াইল, ৮ মে, ২০২১ (বাসস) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬’শ ২১ জন দুস্থ-অসহায়কে ৪৫০ টাকা করে প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।
নড়াইল পৌরসভার সূত্রে জানাগেছে, প্রতিবছর ঈদের পূর্বে ১০ কেজি করে চাল দেওয়া হলেও এবছর নগদ টাকা বিতরণ করা হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬’শ ২১ জনকে ৪৫০ টাকা করে প্রদান করা হচ্ছে। মোট ২০ লাখ ৭৯ হাজার ৪’শ ৫০ টাকা দেওয়া হচ্ছে।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬’শ ২১ জনকে ৪৫০ টাকা করে মোট ২০ লাখ ৭৯ হাজার ৪’শ ৫০ টাকা দেওয়া হবে। এ কার্যক্রম অব্যহত রয়েছে বলেও জানান তিনি।