বাসস দেশ-১ : পিরোজপুরে মানবিক সহায়তার বরাদ্দ ৪ কোটি টাকা

129

বাসস দেশ-১
মানবিক সহায়তা
পিরোজপুরে মানবিক সহায়তার বরাদ্দ ৪ কোটি টাকা
পিরোজপুর, ৮ মে, ২০২১ (বাসস) : জেলার ৫৩টি ইউনিয়নের জন্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়ায় গত ১ মাসে পিরোজপুরে বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৯১ লক্ষ ৯৭ হাজার ৫শত টাকা। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের সাহায্যর্থে এ অর্থ ব্যয় করতে বলেছে।
জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ৬১ হাজার ৮০ টি পরিবারের মধ্যে প্রাপ্ত এ অর্থ ব্যয় করা হচ্ছে। অতিরিক্ত বরাদ্দের ১৩ লক্ষ ২৫ হাজার টাকা থেকে ইউনিয়ন ওয়ারী ২৫ হাজার টাকা করে বিভাজন করে প্রতিজনকে ৫০০ টাকা করে ২ হাজার ৬শত ৫০ জনকে এ টাকা প্রদান করা হবে। ইতিপূর্বে জেলার প্রতিটি ইউনিয়নের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা করে ৫৩টি ইউনিয়নে ১ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৪টি পৌরসভার জন্য ৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দকৃত অর্থ থেকে পিরোজপুর সদর উপজেলায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকা, নাজিরপুরে ২২ লক্ষ ৫০ হাজার টাকা, নেছারাবাদে ২৫ লক্ষ টাকা, ভান্ডারিয়ায় ১৫ লক্ষ টাকা, কাউখালীতে ১২ লক্ষ ৫০ হাজার টাকা, ইন্দুরকানীতে ১২ লক্ষ ৫০ হাজার টাকা এবং মঠবাড়িয়ায় ২৭ লক্ষ ৫০ হাজার টাকা। পিরোজপুর পৌরসভার জন্য ২ লক্ষ টাকা, ভান্ডারিয়া পৌরসভার জন্য ১ লক্ষ টাকা, মঠবাড়িয়া পৌরসভার জন্য ২ লক্ষ টাকা এবং স্বরূপকাঠী পৌরসভার জন্য ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। প্রতিজনকে ২ হাজার ৫শত টাকা করে ভূমিহীন, দিনমজুর, মহিলা শ্রমিক, ভিক্ষাবৃত্তির মানুষ, উপার্জন অক্ষম পুরুষ ও নারী, স্কুলগামী শিশু যাদের উপার্জন করতে হয়, তালাক প্রাপ্তা নারী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তসহ বিভিন্ন শ্রেণীর দুস্থ মানুষ এ সহায়তা পাবে। প্রতিজনকে ৪৫০ টাকা করে এ জেলার ৫০ হাজার ৮শত জনকে প্রদান করা হচ্ছে ২ কোটি ২৮ লক্ষ ৬০ হাজার। এছাড়া ৩৩৩ নম্বরে ফোন করে জরুরী মানবিক সাহায্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোজাহারুল হক জানান, রমজান মাসে ইতোমধ্যেই জেলার ৭ উপজেলার জন্য ১ কোটি ৫৯ লক্ষ ৫১ হাজার ১৫০ টাকা এবং ৪টি পৌরসভার জন্য ৬৯ লক্ষ ৭১ হাজার ৩৫০ টাকার বরাদ্দ দিয়ে ৫০ হাজার ৮৫০ জনকে ৪৫০ টাকা হারে অর্থ প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। সব মিলিয়ে এ জেলা ৬১ সহস্র মানুষ আসন্ন ঈদের পূর্বেই এ মানবিক সহায়তার অর্থ পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৩০/নূসী