বাসস বিদেশ-৯ : বিশ্বস্বাস্থ্য সংস্থা আফ্রিকায় নতুন করে কোভিড ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছে

137

বাসস বিদেশ-৯
ভাইরাস-আফ্রিকা
বিশ্বস্বাস্থ্য সংস্থা আফ্রিকায় নতুন করে কোভিড ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছে
ব্রাজাভিল, ৭ মে, ২০২১ (বাসস ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ভ্যাকসিন সরবরাহে বিলম্ব, ধীর গতিতে টিকদান করার কারণে আফ্রিকায় কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার বিষয়ে সতর্ক করেছে। খবর এএফপি’র।
বিশ্বস্বাস্থ্য সংস্থার আফ্রিকান ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, “আফ্রিকার জন্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে ভ্যাকসিনের ডোজ সরবরাহের ক্ষেত্রে বিলম্ব, টিকা প্রদানে বিলম্ব এবং করোনার নতুন রূপের উদ্ভবের ফলে আফ্রিকায় আরো অধিক সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।”
এতে আরো বলা হয়েছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপগুলি এই মহাদেশে একটি “তৃতীয় তরঙ্গ” ছড়াতে পারে।
বিশ^স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেছেন, “ভারতের মতো করুণ অবস্থা আফ্রিকাতে হবে এমন নয়, তবে আমাদের সবাইকে সর্বোচ্চ সম্ভাব্য সতর্কতা অবলম্বন করতে হবে।”
কোভাক্স স্কিমের আওতায় ৪১ টি আফ্রিকান দেশে গত মার্চ মাসে প্রথম ভ্যাকসিন সরবরাহ শুরু হয়। তবে নয়টি দেশ এখন পর্যন্ত প্রাপ্ত টিকার মাত্র এক চতুর্থাংশ প্রদান করেছে এবং ১৫ টি দেশ তাদের বরাদ্দের অর্ধেকেরও কম ব্যবহার করেছে। আফ্রিকার টিকা দেওয়ার হার বিশ্বের সর্বনিম্ন। বিশ্বব্যাপী প্রতি এক হাজার লোকের জন্য গড়ে ১৫০ টি ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে, সাব-সাহারান আফ্রিকায় প্রতি হাজারে আটটির বেশি টিকা দেয়া হয়নি।
বাসস/ অনু-জেজেড/১৯০২/-শআ