হেফাজত নেতা শাহীনুরকে নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আদালতে প্রেরণ

203

ঢাকা, ৭ মে, ২০২১ (বাসস) : হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে নাশকতার মামলায় আজ ব্রাহ্মণবাড়িয়ার আদালতে তোলা হচ্ছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হেফাজত নেতা শাহীনুর পাশা চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ও তান্ডবের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সিআইডি জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া থেকে শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করে সিআইডি ঢাকার একটি টিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,শাহীনুর জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। সা¤প্রতিক সময়ে হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় যে তান্ডব চালিয়েছে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ ও সিলেটের নাশকতার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ তাকে আদালতে হাজির করা হচ্ছে ।