বাসস দেশ-৯ : ভোলার মনপুরায় দেড় হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার অর্থ বিতরণ

116

বাসস দেশ-৯
ভোলা-উপহার-বিতরণ
ভোলার মনপুরায় দেড় হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার অর্থ বিতরণ
ভোলা, ৭ মে, ২০২১ (বাসস) : জেলার মনপুরা উপজেলায় আজ প্রায় দেড় হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে ৯৩১ জনের মধ্যে ভিজিএফ’র ৪৫০ টাকা ও রমজানের ত্রাণ হিসাবে ৫০০ জনের মধ্যে ৫০০ টাকা করে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামিম মিঞা।
এসময় আমার বাড়ি আমার খামার প্রকল্পের ম্যানেজার মো. হারুনুর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিঞা বলেন, মনপুরা উপজেলায় মোট ৬ হাজার ২৩৬ টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার বরাদ্দ এসেছে। গতকাল থেকে এসব অর্থ বিতরণ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে অর্থ বিতরণ সম্পন্ন হবে।
বাসস/এনডি/এইচএএম/১৩৫৫/-কেজিএ