বাসস দেশ-৫৬ : করোনাকালে টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয় : জি.এম. কাদের

194

বাসস দেশ-৫৬
জাপা-কাদের
করোনাকালে টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয় : জি.এম. কাদের
ঢাকা, ৬ মে, ২০২১ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, করোনাকালে টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয়। করোনা টিকা আমদানির বিকল্প উৎস না রাখায় টিকা ব্যবস্থাপনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে একটি কোম্পানী কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছে ।
আজ এক বিবৃতিতে করোনার টিকা নিয়ে বাণিজ্য না করার আহবান জানিয়ে জি.এম. কাদের বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অদুরদর্শী সিদ্ধান্তের কারণে টিকার মজুদ প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে টিকা দান কর্মসূচী স্থগিত রাখায় মহাসঙ্কটে সারাদেশ। তাই দেশের মানুষ গভীর উৎকন্ঠায় রয়েছে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
বাসস/সবি/এমএআর/২২৪৪/এবিএইচ