হেফাজত নেতা ফয়েজী ৫ দিনের রিমান্ডে

197

চট্টগ্রাম, ৬ মে ২০২১ (বাসস) : হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দিয়েছেন বলে জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক।
তিনি বলেন, তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাকারিয়া নোমান ফয়েজীকে। তার ১০ দিনের রিমা- আবেদন করা হয়েছিল। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে বুধবার (৫ মে) সন্ধ্যার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে আসে ডিবি পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের চার দিন পর গত ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে। এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার লোককে অজ্ঞাত আসামি করা হয়।