বাসস ক্রীড়া-৬ : ও:ইন্ডিজ কেন্দ্রীয় চুক্তিতে মায়ার্স-বোনার-জসুয়া-আকিল

80

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-ওয়েস্ট ইন্ডিজ
ও:ইন্ডিজ কেন্দ্রীয় চুক্তিতে মায়ার্স-বোনার-জসুয়া-আকিল
কিংস্টন, ৬ মে ২০২১ (বাসস) : প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন কাইল মায়ার্স, এনক্রুমার বোনার, জসুয়া ডি সিলভা ও আকিল হোসেন। ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জনের তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
সেই তালিকায় প্রথমবারের মত লাল বলের ক্রিকেটে আছেন মায়ার্স-বোনার- সিলভা এবং সাদা বলের ক্রিকেটে আছেন আকিল।
গত ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন মায়ার্স-বোনাররা। ৪ ইনিংসে একটি ডাবল-সেঞ্চুরিতে ২৬১ রান করেন তিনি। ২টি হাফ-সেঞ্চুরিতে ২৩১ রান করেন বোনার। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৭৪ রান করেন সিলভা।
বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নেন আকিল।
সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিরিজগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার পেলেন মায়ার্স-বোনার- সিলভা এবং আকিল।
সব সংস্করণের চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। গেল মৌসুমে এই তালিকায় হোল্ডারের সঙ্গী ছিলেন রোস্টন চেজ। আগামী মৌসুমে কোন সংস্করণেই রাখা হয়নি চেজকে।
গতবারের চুক্তি থেকে আরও বাদ পড়েছেন শিমরন হেটমায়ার, ওশান টমাস, শেলডন কটরেল, শেন ডাওরিচরা।
আগামী ১ জুলাই থেকে আগামী মৌসুমের নতুন চুক্তি কার্যকর হবে।
২০২১-২২ মৌসুমের জন্য ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা :
সব সংস্করণে : জেসন হোল্ডার।
লাল বলের চুক্তি : ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেই ব্যøাকউড, এনক্রুমার বোনার, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গাব্রিয়েল, কাইল মায়ার্স, কেমার রোচ।
সাদা বলের চুক্তি : কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, শাই হোপ, আকিল হোসেন, এভিন লুইস, আলজারি জোসেফ, নিকোলাস পুরান, হেইডেন ওয়ালশ (জুনিয়র)।
বাসস/এএমটি/১৮৫৫/স্বব