বাসস ক্রীড়া-৪ টোকিও অলিম্পিকে মশাল নিচ্ছেন না বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

85

বাসস ক্রীড়া-৪
অলিম্পিক-মশাল
টোকিও অলিম্পিকে মশাল নিচ্ছেন না বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
টোকিও, ৬ মে ২০২১ (বাসস) : বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে জাপানের ১১৮ বছর বয়সী নারী কেন তানাকার হাতে এবার টোকিও অলিম্পিকের মশাল তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় আয়োজক কমিটি। কিন্তু করোনা মহামারীর কারনে টোকিও ২০২০ অলিম্পিকের মশাল হাতে না নেবার সিদ্ধান্ত নিয়েছেন তানাকা।
গিনেস রেকর্ডধারী তানাকা দক্ষিণ জাপানের ফুকুওকা অঞ্চলের বাসিন্দা। তিনি অলিম্পিকের মশাল হাতে নেওয়াদের মধ্যে অন্যতম ছিলেন। মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে অপরাগতা জানিয়েছেন তানাকা।
অলিম্পিকের এক কর্মকর্তা সূতমতে জানা গেছে তানাকার পরিবারের কাছ থেকে তারা একটি ই-মেইল পেয়েছেন যেখানে করোনা ভাইরাস সংক্রমের শঙ্কায় তার নাম প্রত্যাহারের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
গত মার্চে অলিম্পিকের টর্চ রিলে শুরু হলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা বন্ধ করে দেয়া হয়। টর্চ রিলের সাথে সম্পৃক্ত ছয়জনের মধ্যে এই ভাইরাস সনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত এই রিলের সাথে সম্পৃক্ত আটজন করোনা পজিটিভ ধরা পড়েছে।
মশাল রিলেতে বেশ কয়েকজন তারকা ক্রীড়াবিদের অংশ নেবার কথা থাকলেও করোনা শঙ্কায় তারা প্রায় সকলেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। ইতোমধ্যেই তৃতীয়বারের মত টোকিওসহ জাপানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে জরুরি অবস্থা ঘোষনা করা হয়েছে।
বাসস/নীহা/১৬০৫/স্বব