নওগাঁয় সরকারি সহযোগিতার ২ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ

460

নওগাঁ, ৬ মে, ২০২১ (বাসস) : চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে সরকারি নগদ অর্থ সহযোগিতা প্রদানের জন্য নওগাঁ জেলায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভার অনুকূলে এ বরাদ্দ দেয়া হয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন ,এ নগদ টাকা প্রতিটি দরিদ্র পরিবারকে ২, ৫০০ টাকা করে মোট ১০ হাজার ২শ পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রম ইতিমধ্যে জেলার ১১টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের প্রত্যক্ষ তদারকিতে শুরু হয়েছে।
সূত্রমতে উপজেলাভিত্তিক পরিবার সংখ্যা এবং এসব পরিবারের বিপরীতে বরাদ্দের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ২শ পরিবারের বিপরীতে ৩০ লক্ষ টাকা। বদলগাছি উপজেলায় ৮শ পরিবারের বিপরীতে ২০ লক্ষ টাকা। মহাদেবপুর উপজেলায় ১ হজার পরিবারের বিপরীতে ২৫ লক্ষ টাকা। পতœীতলা উপজেলায় ১ হাজার ১শ পরিবারের বিপরীতে ২৭ লক্ষ ৫০ হাজার টাক। ধামইরহাট উপজেলায় ৮শ পরিবারের বিপরীতে ২০ লক্ষ টাকা। সাপাহার উপজেলায় ৬শ পরিবারের বিপরীতে ১৫ লক্ষ টাকা। নিয়ামতপুর উপজেলায় ৮শ পরিবারের বিপরীতে ২০ লক্ষ টাক। পোরশা উপজেলায় ৬শ পরিবারের বিপরীতে ১৫ লক্ষ টাক। মান্দা উপজেলায় ১ হাজার ৪শ পরিবারের বিপরীতে ৩৫ লক্ষ টাক। রানীনগর উপজেলায় ৮শ পরিবারের বিপরীতে ২০ লক্ষ টাকা। আত্রাই উপজেলায় ৮শ পরিবারের বিপরীতে ২০ লক্ষ টাকা, নওগাঁ পৌরসভার ৮০ পরিবারের বিপরীতে ২ লক্ষ টাকা। নজিপুর পৌরসভার ৮০ পরিবারের বিপরীতে ২ লক্ষ টাকা এবং ধামইরহাট পৌরসভার ৬০ পরিবারের বিপরীতে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এ ছাড়াও জেলার ১১টি উপজেলার প্রতিটিতে ১লক্ষ টাকা করে মোট ১১ লক্ষ টাকা শিশু খাদ্য এবং প্রতিটি উপজেলায় ১ লক্ষ টাকা করে মোট ১১ লক্ষ টাকা গো-খাদ্য হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে।