বাসস দেশ-৪৮ : বিএসএমএমইউয়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১৪০০ জন

118

বাসস দেশ-৪৮
বিবিএসএমএমইউ-করোনা
বিএসএমএমইউয়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১৪০০ জন
ঢাকা, ৫ মে, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৪০০ জন ।
গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন এবং ৫ মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩২ হাজার ৬০১ জন। বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ বুধবার পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৩৯ হাজার ১৫৫ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। এই ভবনের ফিভার ক্লিনিকে বুধবার পর্যন্ত ৯৩ হাজার ৯ শত ৮৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে করোনা ইউনিটে এদিন সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৯৮ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮ শ’ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬২ জন। বর্তমানে ভর্তি আছেন ৯৩ জন রোগী এবং আইসিইউতে ভর্তি ১১ জন রোগী এবং গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন।
বাসস/সবি/এসএস/২০৫০/এবিএইচ