হেফাজত নেতা আতাউল্লাহ ও শাখাওয়াত ছয় দিনের রিমান্ডে

148

ঢাকা, ৫ মে, ২০২১ (বাসস) : রাজধানীতে প্রায় আট বছর আগে হেফাজতের তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও আতাউল্লাহ আমীনের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মূখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এ সময় ২০১৩ সালের পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য মুফতি শাখাওয়াত হোসাইন রাজীর সাতদিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান প্রত্যেক মামলায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপর দিকে ২০১৩ সালে রমনা ও শাহবাগ থানার পৃথক দুই মামলার তদন্তের জন্য আতাউল্লাহ আমীনের সাতদিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি- বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন,মতিঝিল, রমনা ও শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।