বুড়িচংয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা

145

কুমিল্লা (দক্ষিণ), ৫ মে, ২০২১ (বাসস) : রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লার বুড়িচং উপজেলার পালপাড়া ও ভরাসার বাজারে ভে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেছে। এ সময় বেশি দামে সবজি বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম বাসসকে বলেন, তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং এর মিশ্রন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপ্রস্তুতিকরণ, ওজনে কারচুপি করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ ষুষধ বিক্রির অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২৫০ লিফলেট ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বুড়িচং উপজেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।