কুমিল্লায় ১টি ভেকু ও ২টি ড্রেজার মেশিন ধ্বংস

178

কুমিল্লা (দক্ষিণ), ৫ মে, ২০২১ (বাসস) : জেলার গোমতী নদীতে আজ বুধবার সকাল ১০টায় অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের একটি ভেকু মেশিন, একটি ট্রাক ও দুটি ড্রেজার মেশিন ধ্বংস করে।
অভিযানে পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা বাসসকে বলেন, কুমিল্লা গোমতী নদী রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে আদর্শ সদর উপজেলার রতœবতী, জালুয়াপাড়া, সালধর এলাকায় অভিযান পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন, একটি মাটিকাটা ভেকু মেশিন, একটি ট্রাক্টর মেশিন আটক করে ভ্রাম্যমাণ আদালত, পরে এগুলো দ্বংস করা হয়। গত এক সপ্তাহে ৫৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।