জয়পুরহাটে রমজান মাস উপলক্ষে সাড়ে ৮৯ লাখ টাকা বিতরণ

225

জয়পুরহাট, ৫ মে, ২০২১ (বাসস) : রমজান মাস উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থ পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৮৯ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সহায়তা প্রাপ্ত মোট সুফলভোগী হচ্ছে ১৭ হাজার ৯শ অতিদরিদ্র ও দুস্থ পরিবার।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায়, রমজান মাস উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থ পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় ৩২ টি ইউনিয়নের ১৬ হাজার পরিবারের জন্য আর্থিক সহায়তা হিসেবে ৮০ লাখ টাকা ও ৫ পৌরসভার এক হাজার ৯ শ পরিবারের জন্য আর্থিক সহায়তা হিসাবে ৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। যা ইতোমধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতি পরিবারকে ৫শ টাকা করে দেওয়া হয়েছে বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম। উপজেলা ভিত্তিক মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ ও বিতরণের পরিমান হচ্ছে জয়পুরহাট সদরে ২২ লাখ ৫০ হাজার টাকা, পাঁচবিবি উপজেলায় ২০ লাখ, আক্কেলপুর উপজেলায় ১২ লাখ ৫০ হাজার, ক্ষেতলাল উপজেলায় ১২ লাখ ৫০ হাজার ও কালাই উপজেলায় ১২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়াও জেলার পৌরসভা ভিত্তিক বরাদ্দ বিতরণের মধ্যে রয়েছে জয়পুরহাট পৌরসভা ২ লাখ টাকা, পাঁচবিবি পৌরসভা ২ লাখ, আক্কেলপুর পৌরসভা ২ লাখ, কালাই পৌরসভা ২ লাখ ও ক্ষেতলাল পৌরসভা এক লাখ ৫০ হাজার টাকা।