বাসস দেশ-৩৮ : ডিএনসিসির মোবাইল কোর্টে ৫ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা

105

বাসস দেশ-৩৮
ডিএনসিসি-জরিমানা
ডিএনসিসির মোবাইল কোর্টে ৫ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৪ মে, ২০২১ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করাসহ অন্যান্য অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বসুন্ধরা আবাসিক এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মোঃ রিফাত ফেরদৌস এবং পারসিয়া সুলতানা পিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়।
এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
বাসস/সবি/এমএসএইচ/২০৪৫/কেকে