বাসস দেশ-৩৩ : বিএসএমএমইউয়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯২২ জন

83

বাসস দেশ-৩৩
বিএসএমএমইউ-করোনা-পরিস্থিতি
বিএসএমএমইউয়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯২২ জন
ঢাকা, ৪ মে, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে আজ ১৯২২ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।
আজ মঙ্গলবার জানানো হয়, গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন এবং ৪ মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ হাজার ২ শত ১ জন।
এদিকে, বেতার ভবনের পিসিআর ল্যাবে এ পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৩৮ হাজার ৮১৯ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।
এই ভবনের ফিভার ক্লিনিকে মঙ্গলবার পর্যন্ত ৯৩ হাজার ৭৯০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে করোনা ইউনিটে আজ সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৭৫ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৯৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫০ জন। বর্তমানে ভর্তি আছেন ১০০ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন।
বাসস/সবি/এসএস/১৯৩০/কেকে