ক্রিকেটারদের নিজ নিজ বাড়ি ফেরার ব্যবস্থা করছে বিসিসিআই

218

নয়া দিল্লি, ৪ মে ২০২১ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরে বেশ কিছু ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চলমান আসরটি বাধ্য হয়ে স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএল স্থগিত করার পর ক্রিকেটারদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। আর ক্রিকেটারদের বাড়ি ফেরার জন্য সব রকম ব্যবস্থা করবে বোর্ড।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘এটা কঠিন সময়। ভারতে আমরা মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম আইপিএল-এর মাধ্যমে। তবে প্রতিযোগিতা আপাতত স্থগিত এবং সকলকে বাড়ি ফিরে যাওয়ার জন্য জানানো হচ্ছে। সকলের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবে বোর্ড।’
এই কঠিন সময় আইপিএল আয়োজন করতে পারার জন্য সকল স্বাস্থ্যকর্মী, ক্রিকেটার, দলের কর্মী, এবং আইপিএল-এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই।