বাসস দেশ-১৭ : ডোমারে জিংক সমৃদ্ধ ধানের মাঠ দিবস

68

বাসস দেশ-১৭
মাঠ দিবস
ডোমারে জিংক সমৃদ্ধ ধানের মাঠ দিবস
নীলফামারী, ৪ মে, ২০২১ (বাসস) : জেলার ডোমার উপজেলায় জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ কর্তনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। হারভেষ্টপ্লাস প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ দিবসটির আয়োজন করে।
এসময় স্বাস্থ্য বিধি মেনে সংস্থাটির সহযোগী সংগঠন জোড়াবাড়ী ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা চৌধুরী আবু আলা মওদূদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা অনুপ কুমার ঘোষ প্রমুখ।
আয়োজকরা জানান, জিংকের অভাবে ডায়রিয়াসহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, টাক সমস্যা, খাটো হওয়া, মাতৃত্বজনিত সমস্যা এবং নিউমোনিয়া দেখা দেয়। জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ মানুষের জিংকের চাহিদা পূরণ করবে। এ ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারে না। হেক্টরে ছয় মেট্রিন হয় উৎপাদন হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৫৭/নূসী