বাসস দেশ-১১ : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন বিতরণ

85

বাসস দেশ-১১
ভোলা-স্যালাইন-বিতরণ
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন বিতরণ
ভোলা, ৪ মে, ২০২১ (বাসস) : জেলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ এক হাজার লিটারের ৫’শ ব্যাগ কলেরা স্যালাইন বিতরণ করা হয়েছে। লালমোহন পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব স্যালাইন তুলে দেন।
এখানে এমপি শাওন বলেন, মৌসুম পরিবর্তনের ফলে লালমোহনে ডাইরিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্যালাইনের ঘাটতি দেখা দেয়। তাই পৌরসভার পক্ষ থেকে এসব স্যালাইন বিতরণ করা হলো আজকে। এর মাধ্যমে গরীব ও অসহায় রোগীরা বীনামূল্যে স্যালাইন পাওয়ার মাধ্যমে সবচে বেশি উপকৃত হবে।
অনুষ্ঠানে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: মহসিন খান প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: মহসিন খান জানান, সাম্প্রতি এ উপজেলায় ডাইরিয়া পরিস্থিতি ব্যাপক আকার ধারন করলেও বর্তমানে তা উন্নতির দিকে। গত এপ্রিল মাসে এখানে ১৪’শ ৩৮ জন ডাইরিয়ায় আক্রান্ত হয়েছে। আর চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত আক্রান্ত ১’শ ১৭ জন। নতুন ৫’শ ব্যাগ স্যালাইন পাওয়ার মাধ্যমে স্যালাইনের কোন ঘাটতি আর থাকলোনা।
বাসস/এনডি/এইচ এ এম/১৩৪৩/নূসী