নড়াইলে মাশরাফির নির্বাচনী এলাকার উন্নয়নে ২ কোটি টাকা বরাদ্দ

238

নড়াইল, ৪ মে, ২০২১ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী এলাকা (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সরকার।
নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে ১শ ৬৯টি প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।
২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির ৩য় কিস্তিতে এ টাকা বরাদ্দ দেয়া হয়।
জানাগেছে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়নে ১৯টি প্রকল্পের আওতায় ৫০ লাখ ৪০হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া একই কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে ২৫টি প্রকল্পের অনুকূলে ৫৭ লাখ ৮১হাজার ২শ ৮৪ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়নে ৬৪টি প্রকল্পের আওতায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৬১টি প্রকল্পের অনুকূলে ৩৮ লাখ ৯৬ হাজার ৫’শ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এসব প্রকল্পের আওতায় ইটের ফ্লাট সলিং, রাস্তা সংস্কার, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পুকুর ঘাট, স্কুলের ওয়াশরুম সংস্কার, মাটি ভরাট, ভূমিহীনদের ঘর নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।
লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা বায়তুন মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এনায়েত মোল্যা বলেন,‘ আমাদের মসজিদটি একটি টিন সেড। দরিদ্র এলাকার মুসল্লীরা কোন রকম টিনসেডটি তৈরি করে নামায আদায় করে। এ মসজিদের উন্নয়নে আমাদের সংসদ সদস্য মাশরাফি বিন মর্র্তুজা ৫০হাজার টাকা অনুদান দিয়েছেন।
সংসদ সদস্য মাশরাফি বিন মর্র্তুজার একান্ত সহকারী (পিএস) জামিল আহম্মেদ সানি জানান, প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সে জন্য সংসদ সদস্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, দুদকসহ বিভিন্ন সংস্থার কাছে কপি দিয়েছেন।