বাসস দেশ-৬ : ভোলায় লকডাউন বাস্তবায়নে ২৯ জনের জরিমানা

76

বাসস দেশ-৬
ভোলা-জরিমানা
ভোলায় লকডাউন বাস্তবায়নে ২৯ জনের জরিমানা
ভোলা, ৪ মে, ২০২১ (বাসস) : জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডভউন বাস্তবায়নে ২৯ মামলায় ২৯ জনকে ৮ হাজার ৪’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০থেকে রাত ১০টা পর্যন্ত ভোলা সদর ও লালমোহন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথক ৪টি অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখাসহ সরকারি আইন অমান্য করার দায়ে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, জনসাধারণকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। সোমবারের জরিমানার মধ্যে সদর উপজেলায় ১৭ জনকে ৩ হাজার ৭’শ টাকা ও লালমোহনে ১২ জনকে ৪ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়।
বাসস/এনডি/এইচ এ এম/১২১৫/নূসী