অনলাইনে মাসব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা

1179

ঢাকা, ৩ মে, ২০২১ (বাসস) : এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৮ বিভাগের উদ্যোক্তাদের নিয়ে অনলাইনে মাসব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’ শুরু হয়েছে। কোন ধরনের নিবন্ধন ফি ছাড়াই অংশগ্রহণ করতে পারছেন উদ্যোক্তারা।
সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতি বছর আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করে। দেশের সকল বিভাগীয় শহর, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে থাকে।
এবার করোনা পরিস্থিতির কারণে a2i, ekShop-এর কারিগরি সহায়তায় অনলাইনে আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট-এই ৮টি বিভাগের এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে মেলায় অংশগ্রহণ করতে পারবেন।