বাসস দেশ-৪৩ : ঝালকাঠিতে অবৈধ আইসক্রিম কারখানা বন্ধ, ৩০ হাজার টাকা জরিমানা

143

বাসস দেশ-৪৩
ঝালকাঠি-জরিমানা
ঝালকাঠিতে অবৈধ আইসক্রিম কারখানা বন্ধ, ৩০ হাজার টাকা জরিমানা
ঝালকাঠি, ৩ মে ২০২১ (বাসস): জেলার নলছিটি উপজেলায় আজ একটি অবৈধ আইসক্রিম তৈরির কারখানা থেকে বিপুল পরিমান অস্বাস্থ্যকর ও ভেজাল আইসক্রিম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কারখানাটির মালিককে ৩০হাজার টাকা জরিমানাসহ অনুমোদনহীন কারখানাটি বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস জানান, নলছিটি লঞ্চঘাট এলাকায় বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই রুস্তম আলী তালুকদার ‘নিউ সুপার টেস্টি আইসবার’ নামে একটি অবৈধ আইসক্রিম কারখানা চালু করেন। সেখানে ক্ষতিকর রং ও কেমিকেল মিশিয়ে নোংরা পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরি করছিলেন। ওই আইসক্রিমে তিনি খুলনার একটি কারখানার লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন। সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কারখানাটি বন্ধ ও উদ্ধারকৃত ভেজাল আইসক্রিম নষ্ট করা হয়।
তিনি জানান, এসময় কারখানার মালিক রুস্তম আলী তালুকদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫৫/-এমকে