বাসস ক্রীড়া-৯ : দ্বিতীয় টেস্টের হারে টসের ভুমিকা দেখছেন মোমিনুল

86

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-দ্বিতীয় টেস্ট
দ্বিতীয় টেস্টের হারে টসের ভুমিকা দেখছেন মোমিনুল
পাল্লেকেলে, ৩ মে, ২০২১ (বাসস) : শ্রীলংকার কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারের পেছনে টস বড় ভূমিকা রেখেছিলো বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মোমিনুল হক। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
প্রথম টেস্ট ড্র করলেও, দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় শ্রীলংকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলো বাংলাদেশ।
মোমিনুুল জানান, টস জিতলে খেলার ফল অন্যরকম হতে পারতো। আজ ম্যাচ পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল- টস। খেলার প্রথম দু’দিন পিচ থেকে কোন সহায়তায় পায়নি বোলাররা। আমি মনে করি, এই ম্যাচের ফলাফলের ৫০ শতাংশ টস-নির্ধারন করে দিয়েছে।’
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৪৩ রানের জন্য ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে, ৯ উইকেটে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। ফলে ম্যাচ জয়ের জন্য ৪৩৭ রানের বড় টার্গেট পায় বাংলাদেশ। জবাবে ২২৭ রানে নিজেদের ইনিংস গুটিয়ে নেয় টাইগাররা।
যদিও ম্যাচের প্রথম ইনিংস থেকে কোন প্রকার সুবিধা পায়নি বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে দাপট দেখিয়ে শ্রীলংকার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি স্পিনার প্রবিন জয়াবিক্রমা। ৯২ রানে ৬ উইকেট নেন তিনি। এমনকি দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের হার নিশ্চিত করেন জয়াবিক্রমা।
দ্বিতীয় ইনিংসে পিচ থেকে কিছ্টুা সুবিধা পেয়েছিলেন বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তবে ততক্ষণে ম্যাচের লাগাম চলে যায় শ্রীলংকার হাতে।
মোমিনুল বলেন, ‘উইকেটটি প্রথম টেস্টের মতো ছিলো। তবে আমি মনে করি না আমরা একজন স্পিনার কম নিয়ে খেলতে নেমেছি। আমরা যদি প্রথমে ব্যাটিং করতাম, তবে চিত্রটি অন্যরকম হতে পারতো।’
তিনি আরও বলেন, ‘তারা আজ আমাদের অবস্থানে থাকতে পারতো এবং আমরা তাদের অবস্থানে থাকতে পারতাম (যদি আমরা আগে ব্যাট করতাম)। আমি মনে করি না, এটি ঐ ধরনের উইকেট, যেখানে অনেক স্পিনার দরকার। আমি মনে করি আমাদের দু’জন উন্নত মানের স্পিনার আছে, যারা এই উইকেটের জন্য যথেষ্ট।’
মোমিনুল আরও জানান, সিরিজ হারলেও, বেশ কিছু ইতিবাচক বিষয়ও আছে যা ভবিষ্যতে দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিবে।
তিনি বলেন, ‘আমি জানি সিরিজটি হেরে যাওয়ায়, সমালোচনা হবে। কিন্তু তারপরও আমাদের কিছু ইতিবাচক দিক ছিল। প্রথম টেস্টে আমরা একটি দল হিসেবে খেলেছি, যা আমরা গত দুই বা তিন টেস্ট ম্যাচে করতে পারি নি।’
মোমিনুল আরও বলেন, ‘সবাই দলের হয়ে ভূমিকা রাখায়, আমরা ভালো খেলেছি। প্রথম টেস্টে তামিম ৯০ ও ৭০ প্লাস রান করেছেন। শান্ত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন। মুশফিক-লিটন হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। তাইজুল দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেটও পেয়েছেন, যা খুবই গুরুত্বপূর্ণ ছিলো।’
তবে পেসার তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে উচ্ছসিক মোমিনুল। তিনি বলেন, ‘আমরা সকলেই বিদেশের মাটিতে আমাদের ফাস্ট বোলারদের ভাল পারফরমেন্স দেখার অপেক্ষায় থাকি। তাসকিনের অনেক উন্নতি হয়েছে। সে এখন অনেক ভালো বোলার। আমি মনে করি এই সিরিজে আমাদের অনেক ইতিবাচক দিক রয়েছে।’
বাসস/এএমটি/১৭৩০/স্বব