বাসস ক্রীড়া-৫ : অভিষিক্ত জয়াবিক্রমার সামনে অসহায় আত্মসমর্পনে সিরিজ শেষ বাংলাদেশের

82

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-দ্বিতীয় টেস্ট
অভিষিক্ত জয়াবিক্রমার সামনে অসহায় আত্মসমর্পনে সিরিজ শেষ বাংলাদেশের
পাল্লেকেলে, ৩ মে ২০২১ (বাসস) : অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১১ উইকেট নেন শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার প্রবিন জয়াবিক্রমা। জয়াবিক্রমার দাপটের সামনে অসহায় আত্মসমর্পন করে শ্রীলংকার কাছে সিরিজের শেষ টেস্ট ২০৯ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। এই হারে সিরিজও হাতছাড়া করলো টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো স্বাগতিক শ্রীলংকা। প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ টেস্ট জয়ের জন্য চতুর্থ দিন ৪৩৭ রানের টার্গেট পেয়েছিলো বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৭৭ রান তুলে ম্যাচ হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় টাইগারদের । ম্যাচ জিততে আজ পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেট হাতে নিয়ে আরও ২৬০ রান করতে হতো বাংলাদেশকে।
পঞ্চম ও শেষ দিনের তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। জয়াবিক্রমার বলে লেগ বিফোর হন ১৪ রান নিয়ে দিন শুরু করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। ১৭ রান করেন তিনি।
এরপর তাইজুলকে নিয়ে দলের স্কোর ২শ অতিক্রম করেন মেহেদি হাসান মিরাজ। ৪ রান নিয়ে দিন শুরু করা মিরাজ রানের চাকা ঘুড়িয়েছেন। অন্যপ্রান্ত দিয়ে উইকেটে টিকে থাকার লড়াই করেছেন লোয়ার-অর্ডারের দুই ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।
বেশি দূর যেতে পারেননি তাইজুল-তাসকিন। ৩০ বলে ২ রান করা তাইজুলকে থামান ধনাঞ্জয়া ডি সিলভা। আর ৩৩ বলে ৭ রান করা তাসকিন শিকার হন রমেশ মেন্ডিসের।
তাইজুল-তাসকিনের পর মিরাজের বিদায় নিশ্চিত করেন জয়াবিক্রমা। ৮৬ বলে ৪টি চারে ৩৯ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন মিরাজ।
৭১তম ওভারের তৃতীয় বলে মিরাজ ও শেষ বলে বাংলাদেশের শেষ ব্যাটসম্যান আবু জায়েদকে তুলে নিয়ে টাইগারদের ইনিংসের ইতি টানেন শ্রীলংকার জয়াবিক্রমা। ২২৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া জয়াবিক্রমা, এবার ৮৬ রানে ৫ উইকেট নেন। ১০৩ রানে ৪ উইকেট নেন রমেশ মেন্ডিস।
ম্যাচ সেরা হয়েছেন জয়াবিক্রমা। আর সিরিজ সেরা হয়েছেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতেœ। সিরিজে ২ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪২৮ রান করেছেন করুনারতেœ।
প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ ও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান করেছিলো শ্রীলংকা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিলো ২৫১ রান।
স্কোর কার্ড :
টস : শ্রীলংকা
শ্রীলংকা প্রথম ইনিংস : ৪৯৩/৭ ডি, ১৫৯.২ ওভার (থিরিমান্নে ১৪০, করুনারতেœ ১১৮, তাসকিন ৪/১২৭)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ২৫১/১০ ডি, ৮৩ ওভার (তামিম ৯২, মোমিনুল ৪৯, জয়াবিক্রমারা ৬/৯২)।
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস : ১৯৪/৯ ডি, ৪২.২ ওভার (করুনারতেœ ৬৬, ডি সিলভা ৪১, তাইজুল ৫/৭২) :
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ১৭৭/৫, ৪৮ ওভার, লিটন ১৪*, মিরাজ ৪*) :
তামিম ইকবাল ক ডিকবেলা ব রমেশ ২৪
সাইফ হাসান ক লাকমল ব জয়াবিক্রমা ৩৪
নাজমুল হোসেন শান্ত বোল্ড ব জয়াবিক্রমা ২৬
মোমিনুল হক বোল্ড ব রমেশ ৩২
মুশফিকুর রহিম ক ডি সিলভা ব রমেশ ৪০
লিটন দাস এলবিডব্লু ব জয়াবিক্রমা ১৭
মেহেদি হাসান মিরাজ ক নিশাঙ্কা ব জয়াবিক্রমা ৩৯
তাইজুল ইসলাম ক ডিকবেলা ব ডি সিলভা ২
তাসকিন আহমেদ ক করুনারতেœ ব মেন্ডিস ৭
শরিফুল ইসলাম অপরাজিত ০
আবু জায়েদ এলবিডব্লু ব জয়াবিক্রমা ০
অতিরিক্ত (বা-৩, লে বা-২, নো-১) ৬
মোট (৭১ ওভার, অলআউট) ২২৭
উইকেট পতন : ১/৩১ (তামিম), ২/৭৩ (সাইফ), ৩/১০৪ (শান্ত), ৪/১৩৪ (মোমিনুল), ৫/১৭১ (মুশফিক), ৬/১৮৩ (লিটন), ৭/২০৬ (তাইজুল), ৮/২২৭ (তাসকিন), ৯/২২৭ (মিরাজ), ১০/২২৭ (আবু জায়েদ)।
শ্রীলংকা বোলিং :
সুরাঙ্গা লাকমল : ৪-২-১৪-০,
রমেশ মেন্ডিস : ২৮-২-১০৩-৪,
প্রবিন জয়াবিক্রমা : ৩২-১০-৮৬-৫,
ধনাঞ্জয়া ডি সিলভা : ৭-১-১৯-১ (নো-১)।
ফল : শ্রীলংকা ২০৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : প্রবিন জয়াবিক্রমা (শ্রীলংকা)।
সিরিজ সেরা : দিমুথ করুনারতেœ (শ্রীলংকা)।
সিরিজ : দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা।
বাসস/এএমটি/১৪৪৫/স্বব