জয়পুরহাট-১ আসনের এমপির ব্যতিক্রমী উদ্যোগ

264

জয়পুরহাট, ৩ মে, ২০২১ (বাসস) : ব্যতিক্রম ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৩৮ বছর ধরে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিজ বাসভবন থেকে প্রতি বছর রমজান মাসে এ ইফতার সামগ্রীসহ সেমাই-চিনি বিতরণ করা হয়ে থাকে। ইফতার সামগ্রী তৈরিতে সহযোগিতা করেন ৫ জন বাবুর্চী ও সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন আরও ১৭ জন। বিকেল সাড়ে ৫টার পর থেকে ইফতার নেওয়ার জন্য লোকজনের আসা শুরু হয়। সেখানে থাকে বয়স্ক থেকে শুরু করে ৭/৮ বছরের শিশু পর্যন্ত। প্রতিদিন বাড়িতে আসা ৮/৯শ লোকজন ছাড়াও ইউনিয়নে ইউনিয়নে ভ্যানে করে ১২শ প্যাকেট ইফতার সামগ্রী পাঠানো হয়। করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ্যাড: সামছুল আলম দুদু এমপি বাড়িতে আসা লোকজনের মাঝে নিজ হাতে ওই ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতারের প্যাকেটে থাকে বুটবিরান, মুড়ি, বেগুনের চপ ও খেজুর। হেড বাবুর্চী নজরুল ইসলাম বলেন, ৩৭ বছর ধরে এমপি সাহেবের বাসায় ইফতার তৈরির কাজ করে আসছি। ইফতার সামগ্রী পেয়ে খুশি বলে জানান, ৭০ বছরের রমজান আলী, সোলাইমান ও ইয়াকুব আলী। দীর্ঘদির ধরে এ ইফতার সামগ্রী তারা গ্রহণ করেন বলে জানান। অনেকেই এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মন্তব্য করেন। ইফতার সামগ্রী বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এ্যাড: সামছুল আলম দুদু এমপি বলেন, আমি সংসদ সদস্য হয়েছি ১০ বছর কিন্তু সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছি এবার দিয়ে ৩৮ বছর ধরে। এটা আমার পারিবারিক ঐতিহ্য ধরা যেতে পারে। পবিত্র রমজান মাস মানে অনেক ফজিলতের মাস। গরীব, দু:খী মানুষের পাশে দাঁড়ানো বড় একটি কাজ। আগে বাড়িতেই খাওয়ানো হতো, বর্তমানে করোনার কারণে প্যাকেটে বিতরণ করতে হচ্ছে। গত বছর ৫০ হাজার মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেছেন জানিয়ে বলেন, এবার ৬০ হাজার মানুষের মাঝে এ ইফতার বিতণের পরিকল্পনা রয়েছে। সম্পূর্ণর্ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এটি করে থাকেন বলেও জানান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।