বাসস দেশ-৩৫ : হেফাজত নেতা ফয়সাল মাহমুদ কারাগারে

125

বাসস দেশ-৩৫
ফয়সাল-কারাগার
হেফাজত নেতা ফয়সাল মাহমুদ কারাগারে
ঢাকা, ২ মে, ২০২১ (বাসস) : বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে ২৯ এপ্রিল ফয়সাল মাহমুদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ডেমরা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকার ডেমরার মদিনা চত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০৩০/কেকে.