বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক করুনারত্নের রেকর্ড

271

পাল্লেকেলে, ২ মে ২০২১ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজে ৩ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪২৮ রান করেছেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতেœ। এই সিরিজে আর ব্যাটিং করার সুযোগ নেই তার, তাই রান বাড়ারও কোন সুযোগ নেই করুনাত্নের। এই ৪২৮ রান করেই রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন করুনারতেœ।
বাংলাদেশের বিপক্ষে এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করা দলনেতা হয়ে গেলেন করুনারতেœ। এতে ভেঙ্গে গেল ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের রেকর্ড।
২০১০ সালে বাংলাদেশ সফরে নিয়মিত অধিনায়ক এন্ড্রু স্ট্রাউসের বিশ্রামে নেতৃত্ব ভার পেয়েছিলেন কুক। চার ইনিংসে ১১৪ গড়ে ৩৪২ রান করেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে এক সিরিজ সর্বোচ্চ রান কুকের ছিলো।
শ্রীলংকার সাবকে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে টপকে গিয়েছিলেন কুক। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ইনিংসে ৩৪১ রান করেছিলেন জয়াবর্ধনে।
এবার বাংলাদেশের বিপক্ষে এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক করুনারতেœ। সিরিজের প্রথম টেস্টে একবার ব্যাট করার সুযোগ পেয়ে ২৪৪ রান করেন তিনি। চলমান টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১১৮ ও ৬৬ রান করেন তিনি।