আইপিএল: পোলার্ডের কাছে হারলো চেন্নাই

209

দিল্লি, ২ মে, ২০২১ (বাসস) : কাইরন পোলার্ডের ৩৪ বলে অনবদ্য ৮৭ রানের কাছে হারের লজ্জা পেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরের ২৭তম ম্যাচে গতরাতে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ২১৯ রানের টার্গেট দিয়েও ৪ উইকেটে হারতে হলো চেন্নাইকে।
এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকলো মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে চেন্নাই।
দিল্লিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মুম্বাই। ব্যাট হাতে নেমে তিন হাফ-সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে চেন্নাই। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ২৮ বলে ৫০, ইংল্যান্ডের মঈন আলি ৩৬ বলে ৫৮ ও আম্বাতি রাইডু ২৭ বলে অপরাজিত ৭২ রান করেন। রাইডুর ইনিংসে ৪টি চার ও ৭টি ছক্কা ছিলো।
জবাবে ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রান তুলে মুম্বাই। শেষ ১০ ওভারে ১৩৮ রান প্রয়োজন ছিলো তাদের। এ অবস্থায় মারমুখী রুপ নেন পোলার্ড। চার-ছক্কা ফুলঝুড়িতে মুম্বাইকে ম্যাচে ফেরান তিনি। ১৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পোলার্ড। শেষ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৬ রান। শেষ বলে ২ রান নিয়ে সেই লক্ষ্যও পূরণ করেন পোলার্ড।
৩৪ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ৮৭ রান করেন ম্যাচ সেরা পোলার্ড। এছাড়া দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ৩৮, অধিনায়ক রোহিত শর্মা ২৪ বলে ৩৫ ও ক্রুনাল পান্ডিয়া ৩২ রান করেন।