বাসস ক্রীড়া-২ : ওসাসুনাকে হারিয়ে এ্য্যাথলেটিকোর আরো কাছে রিয়াল মাদ্রিদ

123

বাসস ক্রীড়া-২
ফুটবল-লা লিগা
ওসাসুনাকে হারিয়ে এ্য্যাথলেটিকোর আরো কাছে রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ২ মে, ২০২১ (বাসস) : দুই ব্রাজিলিয়ান তারকা এডার মিলিটাও ও কাসেমিরোর দুই গোলে শনিবার লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষে থাকা এ্যাথলেটিকোর মাদ্রিদের আরো কাছে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
জানুয়ারির পর এই প্রথমবারের মত মাদ্রিদের মূল একাদশে খেলতে নেমেছিলেন বেলজিয়ান অধিনায়ক এডেন হ্যাজার্ড। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগকে সামনে রেখে কোচ জিনেদিন জিদানের আস্থা অর্জনই ছিল কালকের ম্যাচে হ্যাজার্ডের মূল লক্ষ্য। গত সপ্তাহে প্রথম লেগের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে অল্প কিছু সময়ের জন্য মাঠে নেমেছিলেন হ্যাজার্ড। গতকাল ভালডেবেবাসে ৭২ মিনিট মাঠে ছিলেন এই এ্যাটাকিং মিডফিল্ডার। স্ট্যামফোর্ড ব্রীজের ম্যাচের শুরু থেকেই সাবেক ক্লাবের বিপক্ষে তিনি মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে। ম্যাচ শেষে নিজের অন্যতম প্রিয় খেলোয়াড় হ্যাজার্ড সম্পর্কে জিদানও বেশ আশাবাদী মন্তব্য করেছেন, ‘সে আজ দারুন খেলেছে। করিম বেনজেমার কাছাকাছি পর্যায়ের ম্যাচ উপহার দেবার চেষ্টা সে করেছে। পুরো দলকে নিয়ে এই মুহূর্তে আমি দারুন সন্তুষ্ট।’
চেলসির সাথে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হবার পর রিয়াল মাদ্রিদ এখন দ্বিতীয় লেগে সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবে। লা লিগাতেও বর্তমান চ্যাম্পিয়নদের সামনে শিরোপা হাতছানি দেখা দিচ্ছে। এদিকে দিনের শুরুতে ধুকতে থাকা এলচের সাথে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে শীর্ষে থাকা এ্যাথলেটিকো। এলচের মাঠে মার্কোস লোরেন্টোর গোলে ২৩ মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। স্প্যানিশ মিডফিল্ডার ফিডেল শাভেসের পেনাল্টি মিসের কারনে ম্যাচে ফেরা হয়নি এলচের। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হলে স্প্যানিশ শিরোপা জয়ের লড়াইটা আরো জমাট হয়ে উঠতো। এই জয়ে রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্টের ও বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান ধরে রাখলো এ্যাথলেটিকো।
এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘আমরা এখন লিগের এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে প্রতিটি জয়ই দারুন গুরুত্বপূর্ণ।’
এ্যাথলেটিকোর এই জয়ে দারুন সংঘবদ্ধ ওসাসুনার বিপক্ষে রিয়ালের জয় ভিন্ন বিকল্প কোন পথ ছিল না। নিজেদের মাঠে ডেডলক ভাঙ্গতে রিয়ালকে ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু তারকার অনুপস্থিতি জিদানকে দু:শ্চিন্তায় ফেলেছিল। তার উপর মৌসুমের শেষ ভাগে এসে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কিছু খেলোয়াড়কে বিশ্রামেও রাখতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় কাল মূল একাদশের বাইরে ছিলেন লুকা মড্রিচ ও টনি ক্রুস। তাদের পরিবর্তে ৩০ জানুয়ারির পর প্রথমবারের মত মূল দলে ফিরেছিলেন হ্যাজার্ড। তার উপর প্রথমার্ধের শেষে ডিফেন্ডার রাফায়েল ভারানেকে ইনজুরির কারনে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। যদিও জিদান জানিয়েছেন ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়।
ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি শুরুতেই নষ্ট করেন হ্যাজার্ড। মার্সেলোর ক্রস থেকে ঠিকমত ভলি করতে পারেননি হ্যাজার্ড। যদিও গোলরক্ষক সার্জিও হেরেরা দারুনভাবে ঐ সময় বলটি রক্ষা না করলে তখনই এগিয়ে যেতে পারতো রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে বেনজেমার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। মিলিটাওয়ের দুটি হেড গোলের ঠিকানা খুঁজে পায়নি। ম্যাচ শেষের ১৮ মিনিট আগে হ্যাজার্ডকে বিশ্রামে পাঠান জিদান। শেষ পর্যন্ত ভাগ্যের চাকাও মাদ্রিদের দিকে ঘুড়ে যায়। ইসকোর ক্রসে তৃতীয়বারের প্রচেষ্টায় আর ভুল করেননি মিলিটাও। তার হেডেই এগিয়ে যায় গ্যালাকটিকোরা। চার মিনিট পরেই বামদিন থেকে বেনজেমার বাড়ানো পাসে ক্যাসেমিরো সরাসরি বল জালে জড়ালে ব্যবধান দ্বিগুন হবার পাশাপাশি রিয়ালের জয় নিশ্চিত হয়।
এদিকে এ্যাথলেটিকোর সাথে ড্রয়ের ম্যাচটিতে দুটি দারুন সুযোগ হাতছাড়া করেছে এলচে। প্রথমত পোস্টের খুব কাছে থেকে এন্টোনিও বারাগানের ভলি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এরপর মার্কোস লোরেন্টোর হ্যান্ডবলে পেনাল্টির সুযেগাটি মিস করেন ফিডেল। ম্যাচ শেষে লোরেন্টে বলেছেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করিনা। পেনাল্টিটি যদি পোস্টে না লাগতো তবে হয়তবা ওবলাক তা রুখে দিতে পারতো। সবকিছুর পরেও আমরা যে মূল্যবান তিন পয়েন্ট সংগ্রহ করেছি সেটা আমাদের এগিয়ে নিতে শক্তি যোগাবে।’
আগামী শনিবার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার আতিথ্য গ্রহনের ম্যাচটিতে নি:সন্দেহে এগিয়ে থেকেই মাঠে নামবে এ্যাথলেটিকো।
বাসস/নীহা/১৫৫৫/-স্বব