বাসস বিদেশ-৬ : ভারতে একদিনে করোনা আক্রান্ত ২ লাখ ৯০ হাজারের বেশি

85

বাসস বিদেশ-৬
ভারত-করোনা সংক্রমণ
ভারতে একদিনে করোনা আক্রান্ত ২ লাখ ৯০ হাজারের বেশি
নয়াদিল্লী, ২ মে, ২০২১ (বাসস ডেস্ক): ভারতে রবিবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন এবং এর মধ্যে একদিনেই সংক্রমিত হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে, এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনে।
দেশব্যাপী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৩ লাখ ৪৯ হাজার ৬৪৪ জন, এরমধ্যে শনিবার বেড়েছে ৮০ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ১ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ২৭১ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিল্লীতে শনিবার নতুন করে ২৫ হাজার ২১৯ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ৪১২ জন। দিল্লীর স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে রাজধানীতে করোনায় ১৬ হাজার ৫৫৯ জনের বেশী লোকের মৃত্যু হয়েছে।
ভারত শনিবার রাশিয়ায় তৈরি স্পুটনিক ভ্যাকসিনের প্রথম চালান গ্রহন করেছে।
বাসস/সিনহুয়া/এমএবি/১৫০০/-জেহক