বাসস বিদেশ-১ : পৃথিবীর উদ্দেশ্যে চার নভোচারীর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ত্যাগ

194

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-মহাকাশ
পৃথিবীর উদ্দেশ্যে চার নভোচারীর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ত্যাগ
ওয়াশিংটন, ২ মে ২০২১ (বাসস ডেস্ক) : চার নভোচারী স্পেসএক্স মহাকাশ যানে করে শনিবার পৃথিবীতে ফেরার উদ্দেশ্যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ত্যাগ করেছেন।
এই চার নভোচারী মহাকাশে ১৬০ দিন অতিবাহিত করেন।
দ্য ক্রু ড্রাগন ক্যাপসুলটি রোববার গ্রিনিচ মান সময় ০০৩৫ টায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে আসে। পৃথিবীতে ফিরতে তার সাড়ে ছয়ঘন্টা লাগার কথা রয়েছে। ফ্লোরিডার পানামা সিটিতে গ্রিনিচ মান সময় ০৬৫৭ টায় স্পেসএক্সের অবতরণের কথা রয়েছে।
এদিকে মহাকাশ কেন্দ্রে থাকা সাত নভোচারীর মধ্যে যে চারজন ফিরে আসছেন তাদের একজন মার্কিন নভোচারী মাইকেল হপকিন্স। তাদের নিয়ে মহাকাশ যানটি যখন মহাকাশ কেন্দ্র ছাড়ছিল তখন হপকিন্স সেখানে রয়ে যাওয়া নভোচারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। পৃথিবীতে আমাদের শিগগীরই দেখা হবে।
নভোচারী হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও জাপানের শোচি নগুচি গত নভেম্বরে মহাকাশে যান।
প্রাথমিকভাবে তাদের বুধবারে ফেরার কথা থাকলেও অবতরণস্থলের খারাপ আবহাওয়ার কারণে তা পেছানো হয়।
উল্লেখ্য, ২০১১ সালে স্পেস শার্টল কর্মসূচি বন্ধের পর মার্কিন মাটি থেকে আইএসএসে স্পেসএক্সের এটিই প্রথম উৎক্ষেপণ।
বাসস/জুনা/১১১৫/জেহক