ঝালকাঠি ও নড়াইলে কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ

356

ঢাকা, ১ মে ২০২১ (বাসস) : করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটকালে আজ শনিবার ঝালকাঠি ও নড়াইলে দুই কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন সংশ্লিষ্ট জেলা যুবলীগের নেতাকর্মিরা।
বাসস-এর ঝালকাঠি সংবাদদাতা জানান, শনিবার সকালে সদর উপজেলার আগলপাশা গ্রামের কৃষক সাইফুল তালুকদারের দুইবিঘা জমির বোরো ধান কোটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মিরা।
কৃষক সাইফুল তালুকদার জানান, ধানকাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের মাঠে গিয়ে শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটেন। পরে সেই ধান আঁটি বেঁধে বাড়িতে নিয়ে মেশিনের মাধ্যমে মাড়াই করে দেন যুবলীগ নেতাকর্মীরা।
জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার বিভিন্ন স্থানে করোনাকালে কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ।
বাসস-এর নড়াইল সংবাদদাতা জানান, শনিবার সদর উপজেলা দত্তপাড়া কৈয়ের বিলে কৃষক আব্দুল হান্নানের ক্ষেতের ধান কেটে দিয়েছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. গাউছুল আজম মাসুমের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মি ধানকাটার কাজে অংশগ্রহন করেন।