ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তাসকিনের

214

পাল্লেকেলে, ১ মে ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৪ দশমিক ২ ওভার বল করে ১২৭ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটিই সেরা বোলিং ফিগার তাসকিনের।
২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ঘটে তাসকিনের। ইনজুরি ও ফর্মহীনতার কারনে টেস্ট দলে নিজের জায়গাটা পাকা করতে পারেননি তিনি। তাই গেল চার বছরে মাত্র ৭টি টেস্ট (চলমান ম্যাচসহ) খেলেছেন ২৬ বছর বয়সী তাসকিন।
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন। এর আগে তাসকিনের সেরা বোলিং ছিলো, ভারতের বিপক্ষে। ৪৩ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
ভারতের বিপক্ষে ১ টেস্টে ৩টি, নিউজিল্যান্ডের ২ টেস্টে ২টি ও শ্রীলংকার ৩ টেস্টে ৯টি উইকেট নিয়েছেন তাসকিন (শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিন পর্যন্ত)। এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তাসকিন।