পাল্লেকেলে, ১ মে ২০২১ (বাসস) : টেস্ট-ওয়ানডে মিলিয়ে ষষ্ঠবারের মত আন্তর্জাতিক অঙ্গনে নাভার্স নাইন্টিতে আউট হলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানে আউট হন তামিম। ১৫০ বল খেলে ১২টি চারে নিজের ইনিংসটি সাজান তিনি। তবে নব্বইয়ে ঘরে আসলেই নড়বড়ে হয়ে পড়েন তামিম। সেই প্রমান আরও একবার দিলেন তিনি।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে আউট হয়েছিলেন তামিম।
তাই সব মিলিয়ে পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ওয়ানডে ও টেস্ট মিলিয়ে মোট ছয়বার নাভার্স-নাইন্টিতে আউট হয়েছেন তামিম।
২০১৩ সালে প্রথম ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ৯৫ রান করেছিলেন তামিম। এরপর শ্রীলংকার বিপক্ষে চলমান দুই টেস্টে নাভার্স-নাইন্টিতে ফিরলেন তিনি।
নাভার্স-নাইন্টিতে বাকি তিনবার ওয়ানডেতে আউট হন তামিম। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাভার্স-নাইন্টিতে আউট হন তামিম। এই তিন ম্যাচেই ৯৫ রান করে থামেন তিনি।