বাসস বিদেশ-৭ : ভারতে একদিনে করোনা সংক্রমণে সর্বোচ্চ রেকর্ড

105

বাসস বিদেশ-৭
ভারত-ভাইরাস
ভারতে একদিনে করোনা সংক্রমণে সর্বোচ্চ রেকর্ড
নয়াদিল্লী, ১ মে, ২০২১ (বাসস ডেস্ক): ভারতে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। নতুন করে মারা গেছে ৩ হাজার ৫শ ২৩ জন।
শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৭৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন। মৃত্যুর হার বর্তমানে ১.১১ শতাংশ। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬জন।
দেশটিতে গত ১৮ ডিসেম্বর করোনা রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। দেড় কোটি ছাড়িয়েছে ১৯ এপ্রিল।
বাসস/জুনা/১৫০৮/আরজি