বাসস ক্রীড়া-৯ : পৃথ্বীর ঝড়ে বিধ্বস্ত সাকিববিহীন কলকাতা

102

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-আইপিএল
পৃথ্বীর ঝড়ে বিধ্বস্ত সাকিববিহীন কলকাতা
আহমেদাবাদ, ৩০ এপ্রিল ২০২১ (বাসস) : ওপেনার পৃথ্বী শ’র ব্যাটিং ঝড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরে পঞ্চম হারের স্বাদ পেলো সাকিব আল হাসানবিহীন কলকাতা নাইট রাইডার্স।
গতকাল আসরের ২৫তম ম্যাচে দিল্লি ক্যাপিটলাসের কাছে ৭ উইকেটে হেরেছে কলকাতা। সপ্তম ম্যাচে এটি কলকাতার পঞ্চম হার। সমানসংখ্যক ম্যাচে পঞ্চম জয় দিল্লির।
আহমেদাবাদে টস জিতে প্রথমে বোলিং করতে নামে দিল্লি। ব্যাট হাতে নেমে ৮২ রানে ৫ উইকেট হারায় কলকাতা। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ২৭ বলে অপরাজিত ৪৫ রানে লড়াকু সংগ্রহ পায় কলকাতা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করতে সক্ষম হয় দলটি । নিজের ইনিংসে ২টি চার ৪টি ছক্কা মারেন রাসেল। এছাড়া ওপেনার শুভমান গিল ৩৮ বলে ৪৩ রান করেন। দিল্লির অক্ষর প্যাটেল-ললিত যাদব ২টি করে উইকেট নেন।
জবাবে কলকাতার পেসার শিবম মাবির করা প্রথম ওভারেই ৬টি চারে ২৫ রান তুলে নেন দিল্লি ওপেনার পৃথ্বী। আজিঙ্কা রাহানের পর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬টি চার মারলেন পৃথ্বী।
ঝড়ে গতিতে শুরু করে ১৮ বলে হাফ-সেঞ্চুরি তুলে পৃথ্বী। শেষ পর্যন্ত ১১টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৮২ রান করে আউট হন তিনি। উদ্বোধনী জুটিতে শিখর ধাওয়ানের সাথে ৮৩ বলে ১৩২ রান যোগ করেন ম্যাচ সেরা পৃথ্বী। ৪৬ রান করেন ধাওয়ান।
দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৭ উইকেটে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে রাজস্থান। জবাবে ৯ বল বাকী রেখে ৬ ম্যাচে তৃতীয় জয়ের স্বাদ নেয় মুম্বাই। ষষ্ঠ ম্যাচে চতুর্থ হারের স্বাদ নেয়া রাজস্থানের বাংলাদেশি পেসার মুস্তাফিজ ৩৭ রানে ১ উইকেট নেন।
বাসস/এএমটি/১৮৩০/স্বব