বাসস দেশ-২১ : চট্টগ্রাম বন্দরের চ্যানেলে ডুবেছে পাথরবোঝাই বাল্কহেড

100

বাসস দেশ-২১
বন্দর চ্যানেলে ডুবেছে-বাল্কহেড
চট্টগ্রাম বন্দরের চ্যানেলে ডুবেছে পাথরবোঝাই বাল্কহেড
চট্টগ্রাম, ৩০ এপ্রিল, ২০২১ (বাসস) : চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে একটি বাল্কহেড ডুবে গেছে। চলমান অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডটি কর্ণফুলি নতুন ব্রিজ এলাকা থেকে ভাসানচরে পাথর নিয়ে যাচ্ছিল।
শুক্রবার সকাল ৮ টা ১৩ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরের আলফা আংঙ্করেজ এলাকার পতেঙ্গা লাইট হাউজ হতে দুই নটিক্যাল মাইল দূরে এমভি পিংকি নামের বাল্কহেডটি ডুবে যায়। এ সময় ৫ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে কোস্টগার্ড জানায়, বাল্কহেডটির ইঞ্জিন চলমান অবস্থায় বিকল হলে একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়। চারজন নাবিককে বাংলাদেশ কোস্ট গার্ডের হাইস্পিড বোট ‘স্টিংরে’ উদ্ধার করে। জাহাজ থেকে লাফ দেওয়া একজন নাবিককে এমভি নাফিজা জাহান নামে একটি জাহাজ উদ্ধার করে।
কোস্টগার্ড পূর্বজোনের লে. আবদুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়েই কোস্ট গার্ডের হাইস্পিড বোট পাঠিয়ে ৫ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না, চ্যানেল স্বাভাবিক রয়েছে।
বাসস/জিই/কেএস/১৬৩৫/-কেকে