বাসস দেশ-২৫ : চট্টগ্রামে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে মানুষের দুয়ারে ‘হ্যালো ছাত্রলীগ’

131

বাসস দেশ-২৫
ফ্রি-অ্যাম্বুলেন্স-সেবা
চট্টগ্রামে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে মানুষের দুয়ারে ‘হ্যালো ছাত্রলীগ’
চট্টগ্রাম, ৩০ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনাকালে চট্টগ্রামের হতদরিদ্র মানুষকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করবে ‘হ্যালো ছাত্রলীগ’। আর এর উদ্যোক্তা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মিসকাত আলভী। ‘হ্যালো ছাত্রলীগ’ নামের এই সেবামাধ্যমে ফোন করলেই নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স।
শুক্রবার এই সেবা কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে আ জ ম নাছির বলেন, করোনা মহামারির ছোবলে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। এই ভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশেও। করোনা প্রতিরোধে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি সমাজের সামর্থবান মানুষকেও এগিয়ে আসতে হবে। দাঁড়াতে হবে অসহায় মানুষের পাশে।
তিনি অসহায় মানুষকে সহযোগিতার লক্ষ্যে মহানগর ছাত্রলীগের সংগঠক মিসকাত আলভীর এই উদ্যোগকে স্বাগত জানান।
উদ্যোক্তা মিসকাত আলভী বলেন, করোনা ভাইরাসের আঘাতে আজ স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এ পরিস্থিতিতে মানবিক কারণে এই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি। এখানে ফোন করলেই নগরের নিম্মবিত্ত মানুষ কোনো অর্থব্যয় ছাড়াই অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, নগর ছাত্রলীগের সাবেক সদস্য শরীফ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান, সিটি কলেজ ছাত্রলীগের মুশফিকুর রহমান, কলেজিয়েট কলেজ ছাত্রলীগের মুরসালিন শাফি, সদরঘাট থানা ছাত্রলীগের নাদিম হৃদয়, সাব্বির, ফাহিম সাদিক প্রমুখ।
বাসস/জিই/কেএস/১৬৫৫/-অমি