বাসস ক্রীড়া-৫ : ৬ উইকেটে ৪২৫ রান নিয়ে চা-বিরতিতে শ্রীলংকা

88

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-দ্বিতীয় টেস্ট
৬ উইকেটে ৪২৫ রান নিয়ে চা-বিরতিতে শ্রীলংকা
পাল্লেকেলে, ৩০ এপ্রিল ২০২১ (বাসস) : ৬ উইকেটে ৪২৫ রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতিতে গেল স্বাগতিক শ্রীলংকা।
আজ দিনের দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ২ উইকেটে ৯১ রান যোগ করতে পারে শ্রীলংকা। অবশ্য দিনের প্রথম সেশনটি ছিলো বাংলাদেশের। ঐ সেশনে ২৬ ওভারে ৪৩ রানের খরচে শ্রীলংকার ৩ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশের বোলাররা। ১১৬ ওভারে ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলো শ্রীলংকা।
প্রথম দিন ৯০ ওভারে ১ উইকেটে ২৯১ রান করেছিলো শ্রীলংকা। লাহিরু থিরিমান্নে ১৩১ রান নিয়ে শুরু করে ১৪০ রানে আউট হন। থিরিমান্নেকে শিকার করে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেক-থ্রু এনে পেসার তাসকিন আহমেদ। ১৫টি চারে ২৯৮ বলে নিজের ইনিংসটি সাজান থিরিমান্নে।
থিরিমান্নের পর শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকেও শিকার করেন তাসকিন। ৫ রান করেন ম্যাথুজ।
প্রথম টেস্টে ১৬৬ রান করা ধনাঞ্জয়া ডি সিলভাকে ২ রানের বেশি করতে দেননি স্পিনার তাইজুল ইসলাম।
৪০ রান নিয়ে শুরু করে ৮১ রানে আউট হন ওশাদা ফার্নান্দো। তাকে শিকার করেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ। পাথুম নিশাঙ্কাকে ব্যক্তিগত ৩০ রানে আউট করে ইনিংসে নিজের তৃতীয় উইকেট নেন তাসকিন।
উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ৩১ ও রমেশ মেন্ডিস ১২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের তাসকিন ১০০ রানে ৩টি, শরিফুল-তাইজুল-মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।
বাসস/এএমটি/১৫৩৭/স্বব