ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার, মৃত্যু ৩ হাজার ৪৯৮ জন

341

নয়াদিল্লী, ৩০ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতে গত ২৪ ঘন্টায় ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। একদিনের হিসাবে এই সংখ্যা এ যাবতকালের সর্বোচ্চ এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শুক্রবার এ কথা জানায়।
আজ সকাল ৮টায় প্রকাশিত হিসাবে বলা হয়, ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত করোনায় মোট মারা গেছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জন।
সংক্রমন বাড়ছে, একইসাথে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জন। যা মোট আক্রান্তের ১৬.৯ শতাংশ। অন্যদিকে জাতীয় কোভিড পুনরুদ্ধার হার কমে দাঁড়িয়েছে ৮১.৯৯ শতাংশ।
করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৪১৮ জন। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১১ শতাংশ।